বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - (English Version)

বিরামপুরে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন

বিরামপুরে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন

বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন করেছেন সামছুজ্জামান ও তাঁর লোকজন। মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা মোড়স্থ এ মানববন্ধন করা হয়।
মানবন্ধনে সামছুজ্জামান জানান, বিরামপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা পারভীনের বিরুদ্ধে,  ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌড়িপাড়ার ইউনুস আলীর ছেলে শাকিল আহামেদ ৭অক্টোবর প্রথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা মানববন্ধন করছেন।
তিনি অভিযোগের বিষয়ে বলেন,  শিক্ষিকা ফারজানা পারভীন প্রতারণা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন লোকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। তারা এই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে  শিক্ষিকা ফারজানা পারভীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে  তার মোবাইল ফোন বন্ধ পাওয়া য়ায়।
বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বেগম জানান, এটি তার পারিবারিক বিষয়, অভিযোগকারী  লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
Share This