রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - (English Version)

কালবেলা সাধারণ মানুষের মনে স্থান পেয়েছে

কালবেলা সাধারণ মানুষের মনে স্থান পেয়েছে

আজহার ইমাম: দিনাজপুরে দৈনিক কালবেলা পত্রিকার নতুন বাংলাদেশে সাফল্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার ১৬ অক্টোবর বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বর্ণিল এই আয়োজনে খানসামা উপজেলা প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।


এ সময় বক্তারা বলেন, আঁধার পেরিয়ে স্লোগানে কালবেলার যাত্রা শুরু হয়। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক কালবেলা এখন সবার মুখে মুখে। পত্রিকাটি এই জেলার সাধারণ মানুষের মনে স্থান পেয়েছে। বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করে প্রশংসিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমাদের সময় জেলা প্রতিনিধি রতন সিং, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. কাশেম। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রতিনিধি রীতা রানী কানু, ঘোড়াঘাট প্রতিনিধি মনোয়ার হোসেন বাবু, পার্বতীপুর প্রতিনিধি মিলন পারভেজ, বিরল প্রতিনিধি আব্দুল কুদ্দুস, বিরামপুর প্রতিনিধি আজহার ইমাম, চিরিরবন্দর প্রতিনিধি জাফর ইকবাল, কাহারোল প্রতিনিধি রোস্তম আলী, বীরগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেন, নবাবগঞ্জ প্রতিনিধি ফরিদুল ইসলাম রাজু।

বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় দৈনিক কালবেলার পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মীসহ সব শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক কালবেলার পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Share This