আজহার ইমাম: দিনাজপুরের বিরামপুরে সাংবাদিক সম্মেলন করে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছন দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। মঙ্গলবার সকাল ১১টার দিকে দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদিক সম্মেলন করা হয়।
সাংবাদিক সম্মেলনে চেয়্যারম্যান লিখিত বক্তব্য পাঠ করে সাাংবাদিকদের জানান, গত ০৬ অক্টোবর তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় "দিনাজপুরের বিরামপুর খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির লাভের টাকা বিএনপি সভাপতির পকেটে শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে আমার বক্তব্য প্রথম আলো পত্রিকা তাদের মনগড়াভাবে তুলে ধরেছে, যা সঠিক নয় এবং এমন কোন বক্তব্য আমি দেইনি। সংবাদের একটি অংশে লেখা হয়েছে, "আমার ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১হাজার ৪১৪ জন সুবিধাভোগী রয়েছেন। বিগত দিনগুলোতে এখানে তিনজন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হতো। এবার উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি ডিলারদের চাল উত্তোলনের জন্য ব্যাংকে টাকা জমা দিতে দেননি। বিএনপি নেতারা নিজেরাই টাকা জমা দিয়েছেন। আর ইউপি সচিবের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে চাল বিক্রির পর লাভের টাকা ওই বিএনপি নেতারা নিয়েছেন। এবারের খাদ্য বান্ধব কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতারা আমাকে সম্পৃক্ত হতে দেননি।"
আমাকে উদ্ধৃতি করে উপরোক্ত বক্তব্যটি প্রথম আলো পত্রিকা তাদের ইচ্ছেমতো মনগড়াভাবে বানিয়ে সংবাদে প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে প্রথম আলো পত্রিকার স্থানীয় প্রতিনিধি নুর আলম মোবাইল ফোনে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রির বিষয়ে জানতে চাইলে, আমি এ বিষয়ে কিছু জানিনা বলেছিলাম। অথচ, রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রথম আলো পত্রিকা আমার নামে তাদের পত্রিকায় মনগড়া বক্তব্য প্রকাশ করেছে। যার কোন সত্যতা নেই এবং আমি প্রথম আলো পত্রিকার প্রতিনিধির কাছে এ ধরনের কোন বক্তব্য দেইনি। প্রকৃতপক্ষে, আমার ইউনিয়নে সরকারি নিয়ম মেনেই খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হয়েছে এবং সুবিধাভোগীরা সঠিকভাবে তাদের প্রাপ্য চাল উত্তোলন করেছে। দিওড় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন বা বিক্রির সাথে উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারির কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি অসাধু চক্র উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারির মান-সম্মান নষ্ট করার উদ্দেশ্যে প্রথম আলো পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে মনগড়া বক্তব্য সাজিয়ে প্রথম আলো পত্রিকায় যে সংবাদ প্রকাশ করা হয়েছে- দিওড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান, দিওড় ইউনিয়ন পরিষদ, বিরামপুর, দিনাজপুর- এ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে যেন সত্যতা যাচাই করে প্রমাণ সাপেক্ষে যে কোন সংবাদ প্রচার ও প্রকাশ করা হয়, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ করছি।
এ সময় বিরামপুর উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকার প্রতিনিধি সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।