সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - (English Version)

বিরামপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেপ্তার

বিরামপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেপ্তার

আজহার ইমাম ও আবু বকর সিদ্দিক: দিনাজপুরের বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (২৯) কে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। আজ রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাসুদ রানা বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত ৯ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫ থেকে ৬ শতাধিক অজ্ঞাত আসামী অর্ন্তভূক্ত করা হয়েছে। এজাহারে মাসুদ রানার নাম না থাকলেও তদন্তকালে মাসুদ রানার ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শনিবার রাতের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতেই নাশকতার মামলায় মাসুদ রানাকে আটক করা হয় এবং রোববার সকালে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This