বিরামপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
আজহার ইমাম ও আবু বকর সিদ্দিক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় মসলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম বক্তব্য বলেন দীর্ঘ ১৫ বছরে বিগত আওয়ামী সরকার জামায়াতে ইসলামীর উপর অত্যাচার নির্যাতনসহ বিভিন্ন মামলা দিয়ে কোথায় কোন সাংগঠনিক প্রোগাম করতে দেওয়া হয়নি।
আজ ৪ অক্টোবর শুক্রবার সকাল দশটায় উপজেলার আদর্শ হাইস্কুল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখা আয়োজিত মতবিনিময় সভায় দেশের বিগত আওয়ামীলীগ সরকারি দলের নেতা-কর্মী ও তাঁদের দলীয় নির্দেশিত প্রশাসনের দুঃশাসন, নিপিড়ন ও নির্যাতনের শিকার হয়ে অনেক নির্দোষ- লড়াকু সৈনিক, পথিতদশা, ত্যাগী, জ্ঞানি ও গুণী ১১ জন ব্যক্তিদের ফাঁসিতে ঝুলিতে হত্যা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতি অত্যাচার ও জুলুম চালিয়েছিলেন এর ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে চলতি রাজনৈতিক প্রেক্ষাপটে সকল স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সহায়তা কামনা করে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মসলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মসলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, বিরামপুর উপজেলা জামায়াতের আমীর আধ্যাপক মোঃ মকছেদ আলি,নায়েবে আমীর মোঃ আবুল বাশার, সেক্রেটারি মাওলানা মোঃ আবু হানিফ, বিরামপুর পৌর আমীর সাখাওয়াত হোসেন বিএসসি, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ।
এ সময় বিরামপুর প্রেস ক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনতা ও মান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের উত্তরে অনুষ্ঠানের সাংবাদিকদের দূর্নীতির বিরুদ্ধে লিখে সাহসিকতার পরিচয় দানের আহবান জানান। সেই সাথে তিনি আসন্ন শারদীয় দূর্গাউৎসবে সনাতন ধর্মীয় ভাব-গাম্ভীর্য রক্ষায় সুষ্ঠুভাবে পালনের সহায়তা করার আহবান জানান। সংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ বাজার প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ মানিক,হাফিজ উদ্দিন সরকার, আমিরুল ইসলাম,ডাক্তার নুরুল হক, আকরাম হোসেন,পবনশীল ।