সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - (English Version)

বিরামপুরে জমঈয়তে আহলে হাদীসের ওলামা মাশায়েখ ও সুধীজনদের মতবিনিময় সভা

বিরামপুরে জমঈয়তে আহলে হাদীসের ওলামা মাশায়েখ ও সুধীজনদের মতবিনিময় সভা

আজহার ইমাম ও আবু বকর সিদ্দিক: দিনাজপুরের বিরামপুরে জমঈয়তে আহলে হাদীসের আয়োজনে উপজেলার ওলামা মাশায়েখ ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ সেপ্টেম্বর সকালে আদর্শ হাইস্কুল প্রাঙ্গণে জমঈয়তে আহলে হাদীস বিরামপুর উপজেলা শাখার সভাপতি একেএম রেজা বাদশাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন, আল মারূফ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি লুৎফুল কবীর ও মাও: আব্দুল মোমিন, বিরামপুর শাখার সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, বিজুল কামিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওঃ ইছাহাক আলী, হাফেজ রাশেদুল ইসলাম, প্রশিক্ষক তাওহীদ বিন ইব্রাহিম প্রমূখ।

Share This