শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - (English Version)

বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবেঃ প্রধানমন্ত্রী

বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবেঃ প্রধানমন্ত্রী

ঢাকা অফিসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেবো, যাতে এটি যথাযথ, মানসম্পন্ন এবং উচ্চ মানসম্পন্ন হয়। বাসস
জার্মানীর রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।
প্রেস সচিব বলেন, বিচার বিভাগীয় কমিটি যাতে সফলভাবে তদন্ত করতে পারে, সেজন্যই বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। ইতোমধ্যে জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে। সরকারও এটা আগ্রহের সঙ্গে গ্রহণ করছে। এর বাইরেও অন্য কারো সহায়তা নেওয়া যায় কি না, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
দেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

Share This

COMMENTS