স্টাফ রিপোর্টার: এলজিইডির “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী” জঊজগচ-৩ এর আওতায় জয়পুরহাট সদর উপজেলার ৯১ জন দুস্থ নারী শ্রমিকদের মাঝে তাদের চার বছরের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
গত বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা এলজিইডি কর্তৃক আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, টিও মাসুদ রানাসহ সংশ্লিষ্ট উপকারভোগীগন। উক্ত প্রকল্পের মাধ্যমে ৯১ জন নারী শ্রমিককে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হবে।