জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি এস এম সোলায়মান আলী, গোলাম হক্কানি, রাজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এটিএম আলমগীর কবির অভ্র, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাইন কবীর তুহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়াল,যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ প্রমুখ।