শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - (English Version)

যে সব গাছ লাগালে ঘরে ঢুকবে না মশা ও পোকামাকড়

যে সব গাছ লাগালে ঘরে ঢুকবে না মশা ও পোকামাকড়

স্বাস্থ্য ডেস্কঃ

[২] চলছে বর্ষাকাল। এ সময়ে বাড়ে পোকামাকড়, মশা, সাপ-বিচ্ছুর উপদ্রব। কিন্তু এমন কিছু গাছ আছে যেগুলো বাড়ির আশেপাশে থাকলে পোকামাকড় বাড়ির ত্রিসীমানায়ও আসবে না, ঘরে ঢুকবে না মশাও।

[৩] নিম গাছ: এই গাছ বর্ষাকালে ঘর থেকে পোকামাকড় তাড়াতে সাহায্য করে। এই গাছ শুধু তার ওষধিগুনের জন্যই পরিচিত নয়, এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে সাহায্য করে। এর তিক্ত গন্ধ এসব প্রাণীকে ঘরে আসতে দেয় না।

[৪] তুলসী গাছ: তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। তাই বাড়িকে পোকামাকড় থেকে দূরে রাখতে চাইলে বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে।
[৫] পুদিনা গাছ: পুদিনা গাছও পোকামাকড়ের শত্রু। পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর।

[৬] সিট্রোনেলা গাছ: এটি বাড়িতে লাগালে খুব সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন। বর্ষাকালে পোকামাকড় থেকে পরিত্রাণ পেতে অবশ্যই ঘরে সিট্রোনেলা গাছ লাগানো উচিত।

[৭] লেমনগ্রাস: বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। এই উদ্ভিদের গন্ধ মশা মোটেও পছন্দ করে না।

Share This

COMMENTS