রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - (English Version)

নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত-শিবিরঃ আইনমন্ত্রী

নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত-শিবিরঃ আইনমন্ত্রী

মতলুব হোসেনঃ

আজ (বুধবার) মধ্যেই জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনগত দিক খতিয়ে দেখতে আজ বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) এ কথা জানান তিনি।
এর আগে গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হন ১৪ দলের নেতারা। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্ম‚ল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামায়াত-শিবির-বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে। এখানে ঐ শিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গি এরা। এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের ওপর থাবা দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।

Share This