শাদমান হাফিজ শুভ প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে দুই রাতে পৃথক স্থানে পাঁচটি গরু চুরির অভিযোগ ওঠেছে। চুরির ঘটনাগুলো সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গোপিনাথপুর এবং রুকিন্দীপুর ইউনিয়নে ঘটেছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পূর্ণগোপিনাথপুর গ্রামের সিএনজি চালক আশরাফুল ইসলামের বাড়ি থেকে শাহীওয়াল ও অস্ট্রলিয়ান জাতের ২টি গরু, মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির তালা কেটে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গভরপুর গ্রামের কৃষক জিয়াউল সরদারের বাড়ি থেকে ২টি গাভী এবং কৃষক খাইরুল ইসলামের বাড়ি থেকে ১ টি গাভী চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউল সরদার বলেন, রাত ২টা থেকে ৩ টার মধ্যে বাড়ির তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। একই সময়ে আমার বাড়ির পাশের খাইরুল ইসলামের বাড়ি থেকেও ১টি গরু চুরি হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, এঘটনায় পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেছে। গরুর মালিকেরা কেউই এখনও কোন লিখিত অভিযোগ করেনি। এর পরেও আমাদের অভিযান অব্যাহত আছে।